![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিসেম্বরের ছড়া...
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে
যায় না তাকে ধরা।
এই ছড়াটা মুক্ত স্বাধীন
থাকে না সে কারোর অধীন
একলা একা চলতে পারে
চেতনা্তে বুক ভরা।
আসে আসুক ঝরা মৃত্যু
হবে না সে কারোর ভৃত্য
সকল বাধা ডিঙিয়ে চলে
নিশানা ঠিক করা।
স্বদেশ প্রেমের শক্তি নিয়ে
ঘুরছে আজব ছড়া
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে
যায় না তাকে ধরা।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: ছন্দময় অনেক সুন্দর কথাগুলো