![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলে গেছে আকাশদুয়ার চরেছি আজব রথে
ভেঙে দেবো বাধার পাহাড় আসুক আমার পথে
মেঘের পাহাড় সরিয়ে দিয়ে উড়ছি বিষন বেগে
চাঁদের আলো আমায় দেখে উঠল হঠাৎ জেগে?
হাত বাড়িয়ে জোছনা নিয়ে যাচ্ছি বেদম উড়ে
অবাক হয়ে দেখছি আমি যাচ্ছি অচিনপুরে।
যতই দেখি ততই আমার বুদ্ধিরা যায় সরে
এক পলকে গেলাম পড়ে চান তারাদের ঝড়ে।
আকাশ ভরা গ্রহ তারা খেলছে আপন মনে
ঘুরছে তারা একই পথে কীসের প্রয়োজনে?
এক অজানা জগৎ এটা বিস্ময়ে চোখ ধাঁ ধাঁ
ফিরে এলাম কেমনে যাব, সামনে হাজার বাঁধা।
©somewhere in net ltd.