![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই দিকে তাকিয়ে থাক কেনো?
হাত দুটি কোলে নিয়ে বসে আছি সেই কখন
টের পাওনি তুমি?
অদ্ভুত ব্যাপার! কখন তুমি টেনে নিলে হাত
কখন দিলে এতটা আদর
সত্যি টের পাইনি আমি।
তুমি বসে আছ আমার পাশে
চোখের সীমার বাইরে
তোমার অস্তিত্ব শরীরে খেলে
দৃষ্টিতে তুমি নাইরে।
ছেড়ে দিলাম হাত...
লাটাই থেকে মুক্ত ঘুড়ি
উড়ছে এলেবেলে
নিচে থেকে হাত বাড়িয়ে
তুলছি তাকে ঠেলে।
ঠেলে ঠেলে তুলে দিলাম
নীল আকাশের মেঘে
উড়ে গেলো এক নিমেষে
হাওয়ার গতিবেগে।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি সকালের উপহার বিবেচনা করায় আনন্দ পাচ্ছি।
ভাল থাকুন। ধন্যবাদ।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন। ভাল থাকুন।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রূপকটুকু প্রচলিত হলেও অভিনব উপস্থাপনা।
শেষ লাইনগুলো তো অসাধারণ!
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মন্তব্য পড়ে অনেক ভাল লাগল।
ধন্যবাদ নিন।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত ব্যাপার! কখন তুমি টেনে নিলে হাত
কখন দিলে এতটা আদর
সত্যি টের পাইনি আমি। একি লিখিলেন কবি।
ছেড়ে দিলাম হাত...
লাটাই থেকে মুক্ত ঘুড়ি
উড়ছে এলেবেলে
নিচে থেকে হাত বাড়িয়ে
তুলছি তাকে ঠেলে।---------- না না এটা ঠিক না, ছাড়াছাড়ি হবে না।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: সুতলি ছাড়া ঘুড়ি যদি আবার ফিরে আসে! তখন?
ধন্যবাদ।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর কবিতা।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: শুভ সকাল।
আপনার কবিতাটা আজকে আমার সকালের উপহার।
কবি নির্মেলেন্দুগুণ এর ভাবধারার সাথে মিল খঁজে পেলাম আপনার মাঝে।