![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা গিয়েছে মরে...
কান্নাকাটি থামে না শিশুর
ভোগছে কঠিন জ্বরে।
মায়ের দুধও নেই
ক্লান্ত উপোস পিতার মন
মানে না কিছুতেই।
গাভীটাকে আদর দিয়ে
মিনতি করে বলে
দিসনা তুই ফিরিয়ে তাকে
দাঁড়াক ওলান তলে।
ধীরে ধীরে সেই ছেলেটি
ওলানে দেয় টান
ওমনি ছেলের চোখে মুখে
ছুটল দুধের বান।
যখন ছেলের ক্ষুধা লাগে
গাভীর তলে দাঁড়ায়
মায়ের মতো এই গাভীটা
মুখে ওলান বাড়ায়।
জগৎ জুড়ে এমনি কত
ঘটছে লীলাখেলা
ভাবনা এসে অলস মনের
দুয়ারে মারে ঠেলা।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা, ভাল লেগেছে।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দিত হলাম। ধন্যবাদ।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
শ্রীঅভিজিৎ দাস বলেছেন: ভাল লাগল, প্রথম দুটো স্তবক শেষের গুলোর মত করলে ভাল হত । ছবিটার ছেলেটা কে, পেছনে ধরে রেখেছেন কি আপনি ?
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
না, এটা আমি নই।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ধন্যবাদ ভাই।