![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে আসে যায়
এই আঙিনায়
নীরব নিঃশ্বাসে,
তবু তারে বলি
এক সাথে চলি
গভীর বিশ্বাসে।
বিকেলবেলা সীমের মাচায়
পাখিরা করে খেলা
উঠোন কোণে হাওয়ায় দোলে
বাগানে ফুলের মেলা।
সন্ধ্যা ঘণিয়ে আসে
আঁধারের বুক চিরে
সে আসে, চলে যায়
বাগানের ফুল ছিঁড়ে।
এমনই নীরব অন্ধকারে
নিস্তব্দ রাতের বুকে
জীবনের যত দেনা পাওনা
নীরবেই যায় চুকে!
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১১
রক্তিম দিগন্ত বলেছেন: ভাল হয়েছে। +