![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বইয়ের গণ্ধ নিয়ে
এলো তারা বাড়ি
খুলেই দেখে ছবি ছড়া
গল্প সারি সারি।
আসতে পথে সয়না দেরি
পথেই পড়ে সব
ঘরে এসেই লাফিয়ে তারা
করছে কলরব।
নতুন বইয়ে গন্ধ আছে
ফূর্তি আছে মেলা
পাতায় পাতায় চোখে মুখে
স্বপ্ন করে খেলা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
ফুয়াদ আল আবীর বলেছেন: ভাইয়া, ধরেন যাদের বাড়িতে আজ চুলো জ্বলেনি, তারা নতুন বই দিয়ে কি করবে?
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: নতুন বই-ই একদিন চুলো জ্বালাবার পথ বের করে দিবে।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
ডক্টর লেকটার বলেছেন: দ্যাশে এতো কবি ক্যারে!!!!
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: দেশে যদি কবি না থাকে
দেশটা এমন হতো
সবার মনের মতো!
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ছড়া ভালো লাগল ।