![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বয়স হয়েছে তবু
বেঁচে আছেন তিনি
ওহ ভগবান তোমার কাছে
সত্যি তারা ঋণী।
আমার বাবা অকালেই
ছেড়ে গেলেন সব
থেমে গেল হাসি খুশির
সকল কলরব।
তেড়ে এল তারা
বলল আমায় চোখ পাকিয়ে
অনেক কথা ঠোঁট বাঁকিয়ে
বুড়োর জ্বালায় সারাটাদিন
সবাই দিশাহারা!
মরে গেলেই বাঁচি
হতো না আর থাকতে কারো
গুয়ের কাছাকাছি।
মরে গেলেন তিনি
ছেলেমেয়ে হাত তুলেছে
বলল , ভগবান
একি তুমি করলে প্রভু
এতটুকুন চাইনি তবু
শূণ্যঘরে বুড়োর স্মৃতি
সবই ম্রিয়মান!
©somewhere in net ltd.