![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুন্তি কোঁদাল শাবল কাঁচি
টুকরি হাতে মাঠে
আমন ধানের খেতে ওরা
সারাটা দিন হাঁটে।
কোথায় ইঁদুর-গর্ত আছে
দেখেই কোদাল চালায়
বিপদ দেখে ইঁদুগুলো
দেৌড়ে কোথাও পালায়।
গর্ত করে টেনে আনে
তাজা ধানের শীষ
মাঝে মাঝে ভেসে আসে
সাপের হিস্ হিস্।
সাপের বিষের চেয়েও যখন
ক্ষুধার অসীম জ্বালা
ভয়-বিপদের ঘরে তখন
জুলিয়ে রাখে তালা।
এমনি করে বেঁচে থাকে
বিত্তবিহীন মানুষ
অপচয়ে উড়াই আমরা
চিত্তবিহীন ফানুস!
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
সুমন কর বলেছেন: বাস্তবধর্মী কবিতা। +।