![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কঠিন শীতে হাল ধরেছে চাষী
কুয়াশারা পড়ছে রাশি রাশি
লাঙল চলে মাটি খুঁড়ে খুঁড়ে
দুইটি গরু টানছে পাশাপাশি।
এমনি করে ফসল ফলায় তাঁরা
শীত গরমে রোদেও নেই তাড়া
রোদে পুড়ে বৃষ্টি-জলে ভিজে
তবুও তাঁদের মুখে থাকে হাসি।
এমনই তাঁদের ভাগ্য এলোমেলো
দুয়ার খুলে কে বা এলো গেলো
সে-সব হিসেব লয় না তারা বড়
কষ্ট তাঁদের থাকে বারো মাসই।
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০২
শুভ্র বিকেল বলেছেন: চাষীদের নিয়ে দারুন কবিতা।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
জনম দাসী বলেছেন: তাদের জন্যই আমরা বেঁচে আছি। যে ফসল ফলায় তার বেলাতে শূন্য ...
ভাল থাকুন কবি সব সময়...