![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির নরম ওমে বীজের জীবনখানি
এক অজানা শক্তি তাকে
করছে টানাটানি।
মাঝখানে তার শক্ত সাবুত বাধা
নয় মোটেও নরম মাটির কাদা।
পাথর সিমেন্ট বালির বাড়াবাড়ি
রুখে দেওয়ার শক্তিটুকু মানি!
কচিপাতা ফুলের মতো নরম
ভেতরে তার উর্দ্ধে ওঠার গরম
ঠেলে ঠেলে ভাঙে পথের বাধা
গর্তগুলো বৃষ্টিতে লয় পানি।
নরম নরম সবুজ অবুজ পাতা
যতই বলি নরম কাণ্ড যা তা
তার ভেতরে শক্তি কত জানি?
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: গ্রহণ করলাম। আপনাদের মূল্যবান মন্তব্যে আমি অনুপ্রাণিত হই। ধন্যবাদ নিবেন।
দাসী হবেন কেনো?
মা অথবা বোন।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
জনম দাসী বলেছেন: সালাম জানবেন ভাই সাহেব। অনেক বড় সত্য আর মহৎ কথা তুলে ধরেছেন।
আপনাকে প্লাস দেয়ার মত সাহস আমার নাই, তবে বিনম্র স্যালুট জানানোর সাহস শক্তি দুটোই আছে। আশাকরি গ্রহন করবেন দাসীর এই অবলম্বন টুকু।
ভাল থাকুন ভাই সাহেব সব সময়।