নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আজ দৈনিক আমাদের সময় পত্রিকার ঘটাংঘট পাতায় প্রকাশিত হলো ছোটগল্প "বন্ধু"

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৯


বন্ধু
বিএম বরকতউল্লাহ্
বিড়ালটা মনে হয় অন্ধ। কিছুই দেখতে পাচ্ছে না। আমাদের উচিৎ গর্তে পড়ে
যাওয়ার আগে তাকে সাহায্য করা।' বলল নেংটি ইঁদুর।
সাথের ইঁদুরটি চোখ বড় করে বলল, বিড়াল আমাদের জাতশক্রু। তার কষ্টে এগিয়ে
যাওয়ার চেয়ে এড়িয়ে যাওয়াই উত্তম।কারণ সে অন্ধ হলেও তার আছে একটা পেট এবং
সেই পেটে ক্ষুধাও থাকতে পারে।'
প্রথম ইঁদুরটি বলল, বিপদগ্রস্থকে সাহায্য না করে এভাবে পালিয়ে যাওয়া
কোনো ভালো কাজ হতে পারে না। আমি তাকে সাহায্য করবো। তুমি ইচ্ছে করলে
আমার সঙ্গে থাকতে পারো নইলে চলে যেতে পারো।'
সাথের ইঁদুরটি মন খারাপ করে চলে গেলো।

২.
দয়ালু ইঁদুরটি মায়া করে বলল, বিড়ালভাই, তুমি তো অন্ধ, চলতে পারছ না। আমি
কি তোমাকে সহায্য করতে পারি?'
নিশ্চই, নিশ্চই। আমার মনে হচ্ছে তুমি খুবই পরোপকারী ইঁদুর?'
ইঁদুরটি খুশিতে আরেকটু এগিয়ে গিয়ে বলল, তুমি অন্ধ হলেও আমাকে চিনতে
পেরেছ, আমি অনেক খুশি।'
ইঁদুরটি বিড়ালের হাত ধরে রাস্তায় হাঁটছে। আর খুশি মনে নানান কথা বলছে।
তোমার দয়া আর মায়া দেখে আমিও অনেক খুশি। কিন্তু তুমি তো খুব ছোট একটা
ইঁদুর। তুমি আমার জন্য আর কিইবা করতে পারবে, যার জন্য আমি তোমাকে
আশীর্বাদ করে দিতে পারি!' বলল অন্ধ বিড়ালটি।

আমি তোমার জন্য অনেক কিছুই করতে পারি এবং তোমার প্রয়োজনে যা কিছু করা
দরকার আমি তাই করার জন্য প্রস্তুত আছি। কারণ তুমি আমাদের শক্রু হলেও তুমি
এখন অনেক দুর্বল আর অসহায়। অসহায়কে সাহায্য করা অনেক উত্তম কাজ।'

আমার আফছুছ লাগছে এই কারণে যে, আমি অন্ধ হওয়ার আগে তোমাদের শক্রু না হয়ে
কেনো বন্ধু হতে পারিনি। কারণ তোমরা সত্যিই খুব ভালো বন্ধু।'
'দেরিতে হলেও এখন তো বন্ধু হতে পেরেছি' বলল ইঁদুরটি।

৩.
হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত এবং ক্ষুধার্ত। পেট চোঁ চো করছে। কী করতে
পারি বন্ধু?' বলল বিড়ালটি।
তোমার কিছুই করতে হবে না। আমি চেষ্টা করে দেখি, কোনো খাবার জোগাড়
করতে পারি কি না' বলল ইঁদুরটি।
না, না, না। আমি তোমাকে মোটেও কষ্ট দিতে রাজি নই। তুমি আমার শুধু প্রিয়
বন্ধুই নও; খাবারের তালিকায় তুমি সবার ওপরে।' বলেই বিড়াল ইঁদুরটিকে শক্ত
করে ধরল।
ভয় পেয়ে গেল ইঁদুরটি। চিঁ চিঁ করে বলল, আমাকে ছাড়ো তো। আমি
তোমার খাবার নিয়ে আসছি।'
তুমি আমার প্রিয় বন্ধু। তুমি থাকবে আমার পেটে, খুব যত্নে। দুঃখ করো না
বন্ধু। তোমাকে দিয়েই আমি ডিনারটা সেরে ফেলতে চাই।' এ কথা বলেই বিড়াল
ইঁদুরটিকে গিলে ফেলল।
প্রতারক বিড়ালের পেটে তার দয়ালু বন্ধু বোকা ইঁদুরটি কেমন আছে, আমরা জানি না!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: পোস্ট করলেই পারতেন। তাহলে পড়তে পারতাম।

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: দুঃখিত প্রথম ক্লিকে লেখাটি আসছিল না। সুন্দর শিক্ষামূলক গল্প। ধন্যবাদ

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

রাজিব হোসেন পানি বলেছেন: দারুন বরকত ভাই ...

৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো... !:#P

৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

বিএম বরকতউল্লাহ বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.