![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দশ বারোটা বইয়ের সাথে দশ বারোটা খাতা
জ্যামিতি বক্স টিফিন বক্স আছে ফোল্ডিং ছাতা।
আরো আছে ডায়েরি এবং বোতল ভরা পানি
যা বাবা তুই ইশকুলে যা ব্যাগটা এবার টানি।
ব্যাগভর্তি জিনিসপাতি ছাত্রখানি কাবু
লেখাপড়া শিখে তিনি হবেন বিরাট বাবু।
হাত চলে না পা চলে না যতই খাওয়ান তাকে
সোজা হয়ে দাঁড়াতে বলেন দাঁড়ায় তিনটা বাঁকে।
ট্রেইনিং দিলাম কুলি হবার হবে বড় কিছু
ব্যাগের ভারে উঁচু মাথা হচ্ছে কেমন নিচু।
এসব নিয়ে ভাববে কারা কে করে এর বিচার?
যতই দিই স্ট্যাটাস নিউজ পত্রিকাতে ফিচার।
সোনা মানিক যাদু এরা কয় না দুখের কথা
এরাই জানে এদের ভেতর কতখানি ব্যথা!
আদর করে শিশুর কাঁধে চাপিয়ে দিলাম বোজা
তারাই যদি নেতিয়ে পড়ে দেশটা হবে সোজা?
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
ধমনী বলেছেন: দারুণ হয়েছে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসাধারণ ভাই..... :-)
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ সবাইেক। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
আরাফাত আল মাসুদ বলেছেন: বাহ! চমৎকার লাগল। ছড়ার ছন্দের ভিতর দিয়ে নিয়ে আসলেন এক করুণ বাস্তবচিত্র। ধন্যবাদ, বরকত ভাই।