![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ যখন মেঘে ঢাকে আধার নেমে আসে
পাহাড়চূড়ায় একটি ঘর কেউ থাকে না পাশে।
মেঘের সাথে মেঘ হয়ে যায় মেঘেই বাধে ঘর
হাওয়ার বেগে ভয়াল রূপে তোলে বিষম ঝড়।
ঝর্ণাধারা পাহাড় পাখি বন্ধু মেঘ ও ঘাস
একটা মানুষ অন্য সবাই তারই সেবাদাস!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০২
এম.এ.জি তালুকদার বলেছেন: খুব সুন্দর লাগলো। কিন্ত শেষের অর্থটায় বোধহয় আপনার অসঙ্গতি থেকে গেল!!