![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরে তোমার মা আছে তাই/তুমি অনেক ধনী
ছড়িয়ে আছে তোমায় ঘিরে/ভালোবাসার খনি।
বিশ্ব-ভুবন ঘুরে এলে/কোথায় পেলে সুখ!
কোথায় তুমি পাবে খুঁজে/মায়ের মতো মুখ
ব্যর্থ হয়ে দুঃখ পেয়ে/পড়েছ বিষম গোলে
মুছে যাবে, মাথাটুকু/রাখো মায়ের কোলে।
টাকা-পয়সা বাড়ি গাড়ি/জমি জিরাত ছাই
মা আছে যার তারচে ধনী/এই জগতে নাই।
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও ভালো লাগল। ধন্যবাদ।
২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা ভালো লেগেছে; সাথে ছবিটাও ।
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৫
মশিউর কীর্ত্তিপুর নওগাঁ বলেছেন: ভালো লেখছেন
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৪
ধূলো জমা চিঠি বলেছেন: টাকা-পয়সা বাড়ি গাড়ি/জমি জিরাত ছাই
মায়ের চেয়ে বড়ো কিছু/এই জগতে নাই।
অপূর্ব সুন্দর লেখা, সালাম ভাই। ছবিটা দেখে অন্তর কাঁদিয়া উঠিল। এই তো মা, আবারো সালাম বরকত ভাই।