![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলীমায়ের পাগল মতো একটি অবুঝ ছেলে
কোথায় থাকে কী যে করে মাকে দূরে ফেলে।
কোথায় কখন যায় হারিয়ে বে-খেয়ালী মা
মনে হলেই ছেলের কথা থমকে দাঁড়ায় পা।
না খেয়ে মা কোঁচড় ভরে ভিক্ষে করা ভাতে
ইচ্ছে করে ছেলের মুখে খাওয়ায় নিজের হাতে।
ছেলের দেখা পেয়েই মা ভাত দিয়েছে বেড়ে
বলছে, আর যাসনে বাবা আমাকে তুই ছেড়ে।
ভাতের থালা সামনে দিয়ে দেখে ছেলে খাওয়া
এই শহরে পাগলী মায়ের এটাই বড় পাওয়া।
২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৩
এম.এ.জি তালুকদার বলেছেন: হায়রে মা,তুই জনম দুখী না,তুই স্রষ্ঠার শ্রেষ্ঠ সৃষ্টি। তোর মাঝেই খোদার যতো রহমত!!!!!!!!!!!!!!!
৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৯
মহা সমন্বয় বলেছেন: ছেলের দেখা পেয়েই মা ভাত দিয়েছে বেড়ে
বলছে আরো যাসনে বাবা আমাকে তুই ছেড়ে।
ভাতের থালা সামনে দিয়ে দেখে ছেলে খাওয়া
এই শহরে পাগলী মায়ের এটাই বড় পাওয়া।
খুবই ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৯
তোমার আমার এইতো প্রেম ছোট গল্প বলেছেন: না খেয়ে মা কোঁচড় ভরে ভিক্ষে করা ভাত
হঠাৎ ছেলের দেখা পেয়ে বাড়িয়ে দিল হাত।
ভাতের থালা সামনে দিয়ে দেখে ছেলে খাওয়া
এই শহরে পাগলী মায়ের এটাই বড় পাওয়া!
এই তো মা, স্যালুট সে মাকে সাথে কবি আপনাকে ...
ভালো থাকুন সব সময় ভাই সাহেব...