![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিমেন্ট বাধা চাকার তলে/তাদের পাকাবাড়ি
বিছনা বাঁকা উদোম ঘরে/ঘোমায় আড়াআড়ি।
স্বপ্ন দেখে ঘোমের ঘোরে/মেয়েটা বিচারপতি
পাবেই পাবে খুঁজে এবার/ভালো থাকার গতি।
ইস্কুলে যায় মেয়েটি তার/স্বপ্নেরা হয় বড়ো
দালান ঘরে সুখে থাকার/ইচ্ছেরা হয় জড়ো।
ফিরে এসে দেখে তারা/সব নিয়েছে টেনে
শেকল বেঁধে শক্ত কলে/ঘর নেমেছে ড্রেনে।
তারপরেও স্বপ্নগুলো/দেয়না তাদের ফাঁকি
বাস্তুহারা মা ও মেয়ে/হয়েছে বনের পাখি।
২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬
সোজোন বাদিয়া বলেছেন: আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধা রইলো। কাজ করে যান এবং লিখে যান।
৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩০
বিজন রয় বলেছেন: ইদানিং আপনার লেখার বিষয়গুলো অনেক ভাল হচ্ছে।
++++
৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: সবাইকে ধন্যবাদ। আপনাদের মন্তব্য পড়ে উৎসাহ বোধ করছি।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২১
রাশেদ অনু বলেছেন: লিখতে থাকুন।
ভালো লাগা জানিয়ে গেলাম