![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুড়োর হাতে ব্যাট পড়েছে/এক বাড়িতে ছক্কা
বলটা ছোটে বুলেট হয়ে/লাগলে পাবে অক্কা।
ছেলেপুলের খেলা দেখে/ক্ষেপল বিষন বুড়ো
কী যে খেলিস হয় না কিছু/ধ্যাত্তেরিজা ধুরু!
ব্যাটের সামনে বল এলেই/ধুমধুমা ধুম বাড়ি
বল গেল কই, বল গিয়েছে/মাঠের সীমা ছাড়ি।
ব্যাটে-বলে ঝড় তুলেছেন/খেলার পাগল বুড়ো
বলল তাঁকে হাত তালিতে/ক্রিকেট খেলার গুরু!
২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৭
বিজন রয় বলেছেন: হা হা হা
+++++
৩| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৬
আহসানের ব্লগ বলেছেন: বাহ বাহ বাহ।