![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু তার হারিয়ে গেছে/বাবা মাও শেষ
যুদ্ধ যুদ্ধ খেলা করে/পুড়ছে তাদের দেশ
ডাস্টবিনে খাবার খুঁজে/পেলো বাবার জুতো
ছোট্ট পায়ে পরে নিলো/প্যাঁচিয়ে পুরান সুতো।
হাত চলে না পা চলে না/অচল অবশ ছেলে
পড়ে থাকে পথের ধারে/ক্ষুধার শরীর মেলে।
শেয়াল কুকুর ভাগ করে খায়/শিশুর দেহখানি
বুলেট বোমায় মানুষ-পশু/করছে টানাটানি!!
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩
বিজন রয় বলেছেন: অনেক দুঃখ।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯
প্রবঞ্চিত যুবক বলেছেন: দারুণ বাস্তবতার প্রকাশ