![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা, সব হারিয়ে পড়ে থাকে বস্তি এবং ড্রেনে
ওরা, নেশা করে রশি বেঁধে চাঁদকে নামায় টেনে।
ওরা, চাঁদের সাথে কথা বলে কষ্ট ভুলে থাকে
ওদের কেহ বাপ দেখে নাই হারায় কেহ মাকে।
নেশা করে বুদ হয়ে যায় পেশা তাদের অন্য
কী করেছে সভ্য সমাজ এই শিশুদের জন্য।
পথের শিশু পথে থাকে তবু হারায় পথ
তাদের নিয়ে উঠতো যদি তীব্র জনমত।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৬ রাত ৯:৫৪
মার্কোপলো বলেছেন:
পায়খানা, এগুলো আবার নেশা করে?
ওরা জাতির সবাইকে একদিন পথে আনবে টেনে