![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বমাঝে ছড়িয়ে দিলাম আমার সকল ব্যথা
আমি বলে দিলাম বিশ্বলোকে আমার গোপন কথা
আমার যতো দুখ-যাতনা আমার একার নয়
বিশ্বমাঝে দিলাম ছেড়ে আমার কীসের ভয়?
কষ্টগুলো আমার ভেবে যেই লয়েছি নিজে
দুঃখগুলো নিজের ভেবে কষ্ট পেলাম কি যে!
জগৎমাঝে কে বা আমি নিছক ধুলিকণা
সুখে-দুখের সাথে এখন গভীর বনিবনা!
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ নিন।
২| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি। খুব ভালো লাগল, এগিয়ে যান কবি। শুভ কামনা রইল।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: উৎসাহ পেলাম। শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:০৫
লক্ষ্মীছেলে বলেছেন: উজাড় করে সব দিয়ে আজ ভাবছি ধুলিকণা,
সুন্দর কবিতা, বরকত ভাই, ভালো আছেন নিশ্চয়ই, দোয়া ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়......।