![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাপের মতো এঁকে বেঁকে/গোপাট গিয়েছে গ্রামে
শান্ত শীতল মায়া ভরা গ্রাম/ঢুকেছে সবুজ খামে।
শহর থেকে বাড়িতে গেলে
জুতো খুলে দুই পা মেলে
মাটির ছোঁয়ায় শিহরণ নিয়ে/বাড়িতে গিয়ে থামে।
পথের ধারে কোমল ঘাসে
বনফুলেরা মুচকি হাসে
ঘাস-মাটিতে এলোমেলো হাঁটি/সন্ধ্যা যখন নামে
কৃষাণ-কৃষাণী বাড়িতে ফেরে/পরিশ্রমের ঘামে।
©somewhere in net ltd.