![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন হয় দেখি না তোকে বহু দূরে আছিস পড়ে
এই ভাবি তোর দেখা পেয়ে যাই এই বুঝি দেখি ঘরে।
রাতের বেলা চাঁদের আলোতে মনে মনে ছবি আঁকি
অতীতের সব স্বপ্ন সাধনা অল্পতে দিল ফাঁকি।
দিনের আলোয় সূর্যতাপে তোমার মেজাজ দেখি
লজ্জাবতীর অভিমানী মুখ গল্প-কবিতায় লেখি।
দিন চলে যায় দিনের নিয়মে চলে না আমার দেহ
বারবার খালি মনে হয় আহা আমারও আছে কেহ।
শূণ্য ভিটায় জীর্ণ ঘরে একাকী আছি পড়ে
ইঁদুরেরা ছোটে মনে হয় তবু কেউ আসে ঘরে।
ব্যর্থ মলিন বিছনা দেখে উপহাস করে হেসো
একটি কথা শুধাব তোমায় সময় পেলে এসো।
২| ০২ রা জুন, ২০১৬ সকাল ১০:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
১৯ শে আগস্ট বলেছেন: ভালো লাগলো