![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই দিন কেটে যায় সন্ধ্যা হলো
রাত কেটে হয় ভোর
কত রাত আমি জেগে জেগে থাকি
হেঁটে যাই বহু দূর।
পথে পথে হাঁটি ছুঁয়ে ছুঁয়ে মাটি
হিসেব মেলে না করি কাটাকাটি
যোগ-বিয়োগে পুরণ-ভাগে
অংক কষে দূরাশা জাগে
কোথায় যেন ভুল থেকে যায়
মনেতে পাই না জোর।
অতঃপর আমি হিসেবের খাতা
মিলিয়ে দেখেছি সবক'টি পাতা
সব কিছু আছে ঠিক ঠাক তবে
ফলাফল বহু দূর!!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৬ রাত ১১:৪৩
Ahsan mir বলেছেন: দূর বহু দূর
মিলবে না জীবনের সুর।
কত কথা আছে গাথা।
হ্নদয়ের মাঝে বাযে সুমধূর।
"""""""""'"'
সুন্দর,হয়েছে
শ্রদ্ধা রইলো