নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ব্যাঙ ও ইঁদুর

২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:০৪

বিষম বিপদ দেখি!!
নিজের জান চলে না ঠিক
পিঠের উপর একি!

ধীরে ধীরে ভাই পার করে দে ছোট্ট ডোবাখানি
বানের জলে ডুবে গেছে সব ঘরে ঢুকেছে পানি।

ব্যাঙ ছিল সদাশয়
পার করে দিয়ে ইঁদুরকে বলে
থাকো তুমি নির্ভয়।

আমার ঘরে থেকে যাও তুমি খাবারও আছে ঢের
বন্ধুকে পেয়ে ইঁদুরের বুক ফুলে ফেঁপে এক সের।

এমনই কতো ঘটনা ঘটে রাখি না খবর তার
ব্যাঙের পিঠে ইঁদুর বসা দেখায় চমৎকার!!



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৪

ঘটক কাজী সাহেব বলেছেন: ব্যাঙ ছিল সদাশয়
পার করে দিয়ে ইঁদুরকে বলে
থাকো তুমি নির্ভয়।

সালাম জানবেন ভাই, যে ইঁদুর টাকে পার করে দিল, ওটা কি সিঁদ কাটা ইঁদুর ছিল।
ভালো থাকুন ভাই সব সময়......

২| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:০১

ইকরাম উল হক বলেছেন:








ব্যাঙ ভাইয়া ব্যাঙ ভাইয়া
ইঁদুর নিয়া কই যান
আপনি কি হতে চান
বাজরঙ্গী ভাইজান

৩| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:২১

মানবী বলেছেন: সুন্দর ছড়ার জন্য ধন্যবাদ বি এম বরকতুল্লাহ!

ইকরাম উল হক এর মজার মন্তব্য খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।


৪| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.