নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সময়ের স্রোত

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪১

আকাশের তলে শিশুটি ঘুমায় বিছানা হয়েছে মাটি
চাঁদ দিয়েছে জোছনার আলো তারারা দুধের বাটি।

ছায়া দিয়েছে মেঘেরা আর বৃষ্টি দিয়েছে পানি
রোদের কণারা নিত্য এসে করিতেছে টানাটানি।


এ পথ তার বড় চেনা চেনা ছুটে চলা গাড়িগুলি
দমকা হাওয়ারা আদর করে দিয়ে যায় পদধুলি।

আপন নিয়মে চলছে জগৎ দেখে না এই দৃশ্য!
সুখ-দুখ আর আবেগ-যন্ত্রণা বহন করেছে বিশ্ব!!





মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫১

রানার ব্লগ বলেছেন: এই ছবিটাই বলে দেয় আমাদের অবস্থান। একটা শিশুর নিরাপত্তা দিতে পারি না আমরা যারা তাদের এত্ত গলা ভারি হয় ক্যামনে।

২| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে।

৩| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৬

শায়মা বলেছেন: ভাইয়া কবিতার সাথে ছবিটাও কবিতা হয়ে গেছে।

৪| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০১

উড়ালপক্ষী বলেছেন: চোখে পানি আসার মতো একটি পোষ্ট। আমার একটা এই বয়সের বাচ্চা আছে। সবাই দােয়া করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.