![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটাকে রাণী ভেবে প্রজা হয় ছেলে
স্বপ্নেরা সারাক্ষণ পাখা দুটি মেলে।
একদিন ফুল নিয়ে করে নিবেদন
মনে মনে রাজা ভাবি তোমাকে পেলে।
ফুল পেয়ে ভুল করে মেয়েটাও ভাবে
রাজা-রাণী এক হয়ে বনেতে যাবে।
তারপর বিল-ঝিল সাগর ছেড়ে
দুনিয়ার সব সুখ নেবে যে কেড়ে।
ঝরে গেল ফুলখানি রয়ে গেলো বোঁটা
সুখ কই সুখ লাগি অবিরাম ছোটা!!
২| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৫
সিগনেচার নসিব বলেছেন:
ঝরে গেল ফুলখানি রয়ে গেলো বোঁটা
সুখ কই সুখ লাগি অবিরাম ছোটা!! ইস্
তবে ভাল লেগেছে ভাই
৪| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমারও। ধন্যবাদ।
৫| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৭
প্রথমকথা বলেছেন:
ফুল পেয়ে ভুল করে মেয়েটাও ভাবে
রাজা-রাণী এক হয়ে বনেতে যাবে।
তারপর বিল-ঝিল সাগর ছেড়ে
দুনিয়ার সব সুখ নেবে যে কেড়ে।
খুব সুন্দর কবিতাখানা।
৬| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫
ইকরাম উল হক বলেছেন: দারুন কবিতা