![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাকে আমি চিনি
খুব করে হাসে/খুব ভালোবাসে
টিপে দিয়ে গাল/বলে গেল কাল
ভুলবে না কোনো দিনই।
ভালোটুকু সে/ভালোবেসেছে
কালোটুকু সে/দূরে ফেলেছে
খুব করে তারে/বলি বারে বারে
চিরকাল আমি ঋণী।
`কাল' হলো গত/ভাবি অবিরত
চোখে জল নেমে হয়ে গেছে ক্ষত
বাহিরের রূপ/ছিল অপরূপ
ভেতরের রূপ ভিন্ন;
পেয়ে গেছি খবর/আছে সে জবর
রূপধোয়া জলে/খুব তলে তলে
নাচে গায় আর/করে অধিকার
পড়ে না পদচিহ্ন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৭
ইমরান আল হাদী বলেছেন: ছন্দময় কবিতা ভাল লাগলো।