![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা চুরি করে ভাত খায়/চোর চোর চোর
ধরে বেঁধে ফেলে রাখ/রাত থেকে ভোর।
চুল কেটে ছাঁট দে/এলোমেলো করে
মার দেখি ধুমধাম/ভোগে যেন জ্বরে।
হাত বাঁধা দুই শিশু/অবাক তাকায়
চারপাশে চোখগুলো/ভীষণ পাকায়।
ক্ষুধা পেলে ভাত খায়/এই তারা জানে
ভাত খেলে অন্যায়/হলো কোন খানে!
ছোটো-বড়ো ভেদাভেদ/জগতের ধারা
টের পাই মাঝে মাঝে/বিবেকের তাড়া।
২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: মন ছুঁয়েছে; এটাই আমার সার্থকতা। ধন্যবাদ।
২| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩২
ইফতেখার ভূইয়া বলেছেন: চোখে জল এসে গেলো
২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: এ জলেরও আছে শক্তি।
ধন্যবাদ।
৩| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫
ভিটামিন-সি বলেছেন: ক্ষমতা ছাড়া এই দেশে জন্ম নেয়াই পাপ। জন্মাইলে শক্তি, ক্ষমতা আর টাকা পয়সা নিয়েই জন্মাতে হবে।
২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: জগতের সবাই সমান নয।
শুভেচ্ছা।
৪| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫১
ইকরাম উল হক বলেছেন: দারুন লিখছেন।
আমরা ছোটরা ক্ষুদার জ্বালায় ছোটখাট চুরি করি। ধরা পরে মার খাই। আর বড় বড় লোকরা বড় বড় চুরি করে বীর বেশে ঘুরে বেড়ায়। আমরা তাদের ভোট দেই আর তারা চুরি করে। আবার ভোট দেই আবার চুরি করে। কিন্তু কখনো ধারা পরেনা।
স্যার তাদের নিয়ে দুই একটা লাইন হয়ে যাক প্লীজ
২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার কথাগুলো ঠিক। আমি বিভিন্ন লেখায় আকার ইঙ্গিতে সেই কথাগুলো বলার চেষ্টা করি।
আপনার সুন্দর মন্তব্যের কথা আমার মনে থাকবে। লিখব আরো।
জনাব হক, আপনাকে অনেক ধন্যবাদ নিন।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩১
শায়মা বলেছেন: ভাইয়া মাঝে মাঝে মন খারাপ করে দাও অনেক বেশি।