![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারদিকে পানি থই থই করে, তীরে এসে পড়ে ঢেউ
ক্ষুধাতুরা নদী পাড় ভেঙ্গে নেয়, রক্ষা পায় না কেউ!
ভেঙ্গে নিয়ে গেছে সবুজ জমিন গাছপালা ঘরবাড়ি
খুকীর পুতুল ভেসে গেছে আর জুতা মোজা লালশাড়ি
হাত মেলে খুকী অসীম জলেরে কাতর কণ্ঠে বলে
আমার পুতুল শাড়িটা যেন ডোবে না ঘোলা জলে।
কোলাহল করে জলতরঙ্গ ছুটে চলে বহু দূর
জানে না খুকী পুতুল শাড়ি চলেছে অচিনপুর!
ক্ষুধাতুরা নদী নিয়ে গেলো সব রইল না কিছু আর
বিশ্বলোকে নিঃস্ব করে হারিয়েছে সব অধিকার!!
২| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৩
শরতের ছবি বলেছেন: অসাধারণ কবি । চালিয়ে যান ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১:৩০
অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর।
ছবিটিও চমৎকার।