নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা!

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

কেউ যদি এসে হাতে লয়ে কিছু দিয়ে যেতো মুঠি মুঠি
ক্ষুধাতুর পেটে গুঁজে দিয়ে তাই কোনমতে জেগে ওঠি।
বানের জলেতে ভেসে গেছে সব রয়ে গেছে শুধু ক্ষুধা
এক ফালি রুটি এক মুঠো চিড়া জীবনের অমৃত সুধা।



কলকল রবে বয়ে চলে জল বুঝে না ক্ষুধার ভাষা
জলতরঙ্গে এক হয়ে গেছে সবারই বাঁচার আশা।
ওই যে দূরে কে যেন আসে ছোট্ট নেৌকো ঠেলে
দিত যদি আজ হাতে হাতে তাই যা আছে সব ঢেলে।

চারদিকে দেখে বাড়িয়ে আছে নাঙ্গা হাতের সারি
এক নিমেষে শেষ হলো সব থেমেছে নাওয়ের দাঁড়ি।

তবু আশা জাগে খাবারের নাও এখনই আসবে ছুটে
যা কিছু পায় তাই হাতে লয়ে খেয়ে নেবে চেটেপুটে।
মানুষের মাঝে মানবতা আছে বিপদে কীশের ভয়?
বানের জলের মতই বিপদ চলে যাবে নিশ্চয়!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

এ.আর.বাহাদুর (বাহার) বলেছেন: অনেক সুন্দর বর্ণনায় ক্ষুধার্ত বন্যাপীড়িতদের বর্ণনা নিখুত ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।

২| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.