![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ যদি এসে হাতে লয়ে কিছু দিয়ে যেতো মুঠি মুঠি
ক্ষুধাতুর পেটে গুঁজে দিয়ে তাই কোনমতে জেগে ওঠি।
বানের জলেতে ভেসে গেছে সব রয়ে গেছে শুধু ক্ষুধা
এক ফালি রুটি এক মুঠো চিড়া জীবনের অমৃত সুধা।
কলকল রবে বয়ে চলে জল বুঝে না ক্ষুধার ভাষা
জলতরঙ্গে এক হয়ে গেছে সবারই বাঁচার আশা।
ওই যে দূরে কে যেন আসে ছোট্ট নেৌকো ঠেলে
দিত যদি আজ হাতে হাতে তাই যা আছে সব ঢেলে।
চারদিকে দেখে বাড়িয়ে আছে নাঙ্গা হাতের সারি
এক নিমেষে শেষ হলো সব থেমেছে নাওয়ের দাঁড়ি।
তবু আশা জাগে খাবারের নাও এখনই আসবে ছুটে
যা কিছু পায় তাই হাতে লয়ে খেয়ে নেবে চেটেপুটে।
মানুষের মাঝে মানবতা আছে বিপদে কীশের ভয়?
বানের জলের মতই বিপদ চলে যাবে নিশ্চয়!!
২| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ নিন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৬
এ.আর.বাহাদুর (বাহার) বলেছেন: অনেক সুন্দর বর্ণনায় ক্ষুধার্ত বন্যাপীড়িতদের বর্ণনা নিখুত ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।