![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছড়ার নাকি ক্লাস হয়েছে শুরু
শিক্ষা দিবেন ছড়ার কয়েক গুরু!
হঠাৎ যদি গ-এর তলের রস্যুকারটা হারায়
তালবেতালে গোলেমেলে ব্যাপারটা কী দাঁড়ায়!
তখন যদি গরুর সাথে মিল করে দেয় তরু
মিলের সাথে ভাব দেখেই দু'চোখ হবে সরু!
সৃষ্টি করা নিজের ব্যাপার যায় না এসব কেনা
বেরিয়ে আসে আপন বেগে হয় না লেনা দেনা।
তা যদি না থাকে তবে ধরো গুরুর চরণ
সৃষ্টিসুখের যন্ত্রণাতে পথেই হবে মরণ!!
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার ধন্যবাদ নিন।
২| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩
দেবজ্যোতিকাজল বলেছেন: হু...ভাল হয়েছে
৩| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৮
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভাল লাগল।