![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছের ডালে পাখির বাসা ডিম পেড়েছে সাদা
উঠিসনা কেউ বিষম বিপদ বারণ করেন দাদা।
বারণ শুনে কারণ ছাড়া লাফিয়ে ওঠে গাছে ;
খোড়ল থেকে সাপের ফণা বের করিয়ে আছে
এই বয়সে তাদের কি আর ভয় বিরতি সাঝে?
উঠল বেয়ে দলে দলে তাদের নিজের কাজে।
শুকনো মরিচ পুড়ে তারা খোড়লে দেয় ঢেলে
সাপের ফণা নামিয়ে নিচে পালায় বাসা ফেলে।
ডিমের গায়ে হাত দিতেই বেরিয়ে এলো ছানা
ঠোকর মেরে চক্ষু তোদের করব এখন কানা।
বকের ছানার সঙ্গে তারা ভাব জমিয়ে আসে
কাণ্ড দেখে বুড়ো দাদা ঠকর ঠকর কাশে।
০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই।