![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিন বসে ছক টেনে টেনে/পায়ের ছবিটি আঁকে
ছক শেষ হয় আশাটুকু নিয়ে/অপেক্ষায় বসে থাকে।
এই বুঝি তার পা গজালো/এই বুঝি উঠে দাঁড়ায়
উঠে উঠে সে মাটিতে পড়ে/সম্মুখে হাত বাড়ায়।
বল নিয়ে মাঠে খেলাধুলা করে/তাহারই পাড়ার ছেলে
মানপ্রাণটুকু মাঠে ছুটে যায়/অচল দেহটি ফেলে।
প্রতিদিন সে ছক লয়ে হাতে/বারবার এঁকে যায়
স্বপ্ন তার কোনো একদিন/হাঁটবে নিজের পায়।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৫
কানিজ রিনা বলেছেন: ছড়িয়ে দিন ওর ছবি সহ পা। বিশ্ব্যে ছড়িয়ে
পড়ুক ওর অনুভুতি। ও শ্রেস্ঠ হোক
ওর অনুভুতি শ্রেষ্ঠ শিশু অনুভুতি। ওর
অন্কন শ্রেশ্ঠ অন্কন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭
কানিজ রিনা বলেছেন: ভাই যতবার ছবিটা দেখি অনেক ক্ষন দেখি
চোখের পানি অঝরে নামে। আমিও মা
হয়ত তাই। তাছারা আর কোনও ভাষা নাই।
লেখাটা এত সুন্দর হয়েছে। শুভ কামনা