![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে শিশু!
এ পথ ধরে কোথায় চলেছ পথের কোথায় শেষ
চাকার পেছনে ছুটে চলা পথে হয়ো না নিরুদ্দেশ
সবুজের মাঝে একখানা পথ ধুলিমাখা সাদা সাদা
আকাশের মেঘ বৃষ্টি হয়ে এখনই গজাবে কাদা।
যতটা সহজ ভেবেছ তুমি যতটা সমান্তরাল
ততটা কঠিন লুকিয়ে আছে তোমার অন্তরাল।
ঐ যে দূরে গাঁয়ের পরে আকাশ নেমে আছে
ভেবেছ তুমি এ পথে হেঁটে পেৌঁছবে তার কাছে।
চাকা ঘুরে ঘুরে শিশু যায় ছুটে আকাশ বহুদূর
পথ ভুলে ছেলে অচেনা পথে এসেছে অচিনপুর।
চারপাশে যত সবুজ আছে আঁধারে পড়েছে ঢাকা
ক্লান্ত পায়ে অচল অবস থেমেছে শিশুর চাকা।
আকাশ ছোঁয়ার স্বপ্নগুলো পথেই গেল থেমে
মেঘের পিঠে চড়ে আকাশ এল কাছে নেমে।
ক্লান্ত শিশু হাত বাড়িয়ে আকাশ নিল টেনে
বিশাল আকাশ শিশুর কাছে নিয়েছে হার মেনে।
২| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ নিন।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২০
আ ন ম খাদেম বলেছেন: যতটা সহজ ভেবেছ তুমি যতটা সমান্তরাল
ততটা কঠিন লুকিয়ে আছে তোমার অন্তরাল।
ঐ যে দূরে গাঁয়ের পরে আকাশ নেমে আছে
ভেবেছ তুমি এ পথে হেঁটে পৌছবে তার
কাছে।
অসাধারণ একটা শিশু মনের ভাবনা!!
সব মিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে।