![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁকোটা গেছে ডুবে
যাওয়া আসা আর হয় না তেমন পচিম থেকে পুবে।
চারদিকে পানি কিলবিল করে
দুরন্ত শিশুরা বসে আছে ঘরে
বানের জলে বন্দি জীবন ফেটে পড়ে বিক্ষোভে।
ঢেউয়েরা এসে চুমু খায় ঘরে
ভেঙ্গে বুঝি পড়ে ঘর নড়বড়ে
পোকা মাকড় মশার জ্বালায় কষ্টে সময় কাটে
বারুদের মতো ফুটছে কড়াই
কাঁঠাল সীমের বিচির লড়াই
মানুষগুলোর চলে না জীবন দুঃখে পরাণ ফাটে!
©somewhere in net ltd.