![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাতাস এসে আদর করে হাত বুলিয়ে যায়
পানির উপর দাঁড়িয়ে থাকা শাপলাফুলের গায়।
রোদের কণা নেমে আসে মেঘের ফাঁকে ফাঁকে
উল্লাসে তাই পাঁবদা-পুঁটি ঘুরে ঝাঁকে ঝাঁকে।
পদ্মপাতা থালার মতো আঁচল পাতে জলে
প্রাণ জুড়াতে মাছের পোনা ভিড়ে ছায়ার তলে।
ছোটো বড়ো নেই ভেদাভেদ আছে সবাই মিলে
মুক্ত স্বাধীন অভয় ওরা শান্ত বাইক্কা বিলে।
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।
২| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২২
খালিদ১২২ বলেছেন: ভাই ব্লগে গেলাম । সুন্দর কবিতা লিখেছেন দেখলাম। ধন্যবাদ নিলাম।দোয়া রাখবেন।
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: খুশি হলাম। ভাল থাকবেন।
৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
৪| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: Thanks a lot.
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৮
খালিদ১২২ বলেছেন: