![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইক্কা বিলের মুক্ত জলে পাখির জলখেলা
দিনে রাতে জলের উপর রঙ্গীন পাখির মেলা।
কেউ বলে না এলি কেন, মারব তোকে গুলি
গুলতি মেরে উড়ায় না কেউ শান্ত পাখির খুলি।
বিলের জলে মাছের ঘোরাঘুরি
জলের ওপর পাখির ওড়াউড়ি
নানান জাতের মাছের এবং পাখির মিলনমেলা
মাছের সাথে পাখিরা বসায় জল-ডাঙ্গার খেলা।
মুক্ত দেশের মুক্ত বিলে মুক্ত মাছ ও পাখি
স্বাধীনতার সুখ আনন্দের নিত্য মাখামাখি।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: সাদামনের মানুষের সাদা মন্তব্য। সত্যি খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ।
২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৯
সাদা মনের মানুষ বলেছেন:
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, ভাই।
ভালো থাকুন।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন। ভাল থাকবেন।
৪| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর কবিতার অর্থপূর্ণ শব্দ।
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮
সাদা মনের মানুষ বলেছেন:
মুক্ত দেশের মুক্ত বিলে মুক্ত মাছ ও পাখি
স্বাধীনতার সুখ আনন্দের নিত্য মাখামাখি।
.........পরিযায়ী পাখিদের জন্য আমাদের সমস্ত দেশটাই এমন হোক, কবিতায় ভালোলাগা