![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হওয়ার দেখছি যত খাব
ততখানি জমছে না আর ভাব।
ভাব যতটা জাগে মনে তাল মেলে না ঠিক
তালের খোঁজে দু'চোখ আমার ঘুরাই চারিদিক।
ধানের ক্ষেতে হাওয়া বয়ে যায়
তালে তালে ঝুমুর ঝুমুর পায়।
ধরতে গেলে যায় না ধরা তালবেতালে হারাই
তালের মাঝে তাল হারিয়ে পড়ে পড়ে দাঁড়াই।
হঠাৎ আমি হাত বাড়িয়ে একটুখানি লই
হাতের মুঠোয় থাকে কিছু আর বাকিরা কই!
এমনি করে ভাবে তালের নিরেট আসা যাওয়া
যা-চেয়েছি তা এখনও হয়নি আমার পাওয়া!
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন। ভাল থাকবেন।
২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫
মেহেদী রবিন বলেছেন: লেখক লেখক ভাব খুবই করুণ ভাব
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: দেখছি আরো খাব!!
ধন্যবাদ নিন।
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো ভাব।
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: তাই! শুভেচ্ছা।
৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৪
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর কবিতা
ভাল থাকুন ভাই
শুভেচ্ছা রইল
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৫
জে আর সিকদার বলেছেন: বেশ লিখেছেন !