![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিঁচকাঁদুনে বউ
নাকের পানি চোখের পানি এক করে সে কাঁদে
কাঁদিস কেনো কী হয়েছে, বকছে নাকি কেউ?
আঁচল গেল ভিজে;
ছিরত ছিরত শব্দ করে নাক ঝাড়ে সে খুব
চোখের পানি নাকের শব্দ বিশ্রি লাগে কী যে!
কাঁদিস কেনো বলতে হবে হাত ধরেছি চেপে
বানের মতো পানি ফেলে উঠল আবার ক্ষেপে।
`কথায় কথায় কান্না আসে কান্না আমার হাসি'
বাহ্, তোমার চেয়ে এখন থেকে কান্না ভালবাসি।
এই শুনেই বউটি আমার কেঁদে হারায় জ্ঞান
কাঁদো সোনা লক্ষ্মী যাদু কান্না আমার জান।
২| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ হাঃ
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১
টাইম টিউনার বলেছেন: ভালো লাগলো । +++
৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৭
মেহেদী রবিন বলেছেন: প্রেমে কাঁদো বৌ মম
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৭
সেলিম৮৩ বলেছেন: কি করবেন বরকতুল্লাহ, করুন শুধু অাল্লাহ-অাল্লাহ।
একদমে পড়েছি সবটুকু, মনের ক্ষুদা মেটেনি এতটুকু।