![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ সেদিন উঠল ক্ষেপে সেরু কাকার পুতে
ঝগড়া ফ্যাসাদ কিলাকিলি বসতে এবং শু'তে
পাড়ার লোকে বলছে তাকে ধরেছে নাকি ভূতে!
বৈদ্য ওঝা ছুটে এলো সেরু কাকার ঘরে
এসেই তারা গাল ফুলিয়ে মন্ত্র-ঝাড়ু করে।
বৈদ্য এসে সেরুর পুতের আঙুল চেপে ধরে
শুকনো মরিচ পুড়ে ওঝা নাকে ঠেসে ধরে।
সেরুর পুতে চিক্কুর মেরে কেমন জানি করে!
হঠাৎ শুনি ঘরের ভেতর বিরাট মারামারি
সেরুর পুতে বৈদ্য ধরে দিচ্ছে বেদম বাড়ি।
দরজা ভেঙ্গে ওঝা-বৈদ্য পালিয়ে উঠে গাছে
সেরুর পুতে বলল এবার আয় ত আমার কাছে।
বিপদ দেখে ওঝা-বৈদ্য ঝুলছে গাছের আগায়
বেন্দা হাতে সেরুর পুতে ওঝা-বৈদ্য ভাগায়!!
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৩
মশিউর বেষ্ট বলেছেন: আরও চার লাইন হলে আর একটু জুমত। ভালো লাগছে। ধন্যবাদ।
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: মন্তব্যের জন ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ।