![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাগজের নাও ভাসিয়ে দিলেম জলে
ঝিরিঝিরি হাওয়ায় ভেসে নদীর ওপার যাবে
ওপাড়েতে সখী আমার নাও কুড়িয়ে পাবে।
মনের যত কথা আছে লিখা আছে নায়ে
গোপন করে রেখো সখী রটে যাবে গাঁয়ে।
নাও ভেসে যায় ধীরে ধীরে ঠোকর মারে পুঁটি
খলসে মাছে দেখে ওসব হেসেই কুটি কুটি।
শোল গজারের বাড়াবাড়ি নাও গিয়েছে ডুবে
সয়না দেরি সখী আমার ফোঁসছে ভীষণ ক্ষোভে।
মাছের ঠোঁটে প্রেমের নাও ভাসে এবং ডোবে
বোয়াল এসে খাবলা মেরে ছুটল যখন পুবে
ওসব দেখে সখী আমার ঝাপ দিয়েছে জলে
নায়ের সাথে হতভাগী ডুবল পানির তলে।
২| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: উপায় ছিল নারে ভাই।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪
অরুনি মায়া অনু বলেছেন: আহারে একি করলেন ভাই। সখিকে ডুবিয়ে মারলেন কেন