![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কঃ আমার সাথে বাড়াবাড়ি করবি আরো বেশি?
দাঁত বসিয়ে কামড়ে দিয়ে ফুলিয়ে দেব পেশী।
তোর টেবিলে বসেছিলাম, দেসনি খামচি থুতু?
রুটি বেলার বেলুন দিয়ে দেসনি সেদিন গুঁতু?
তুই যে আমার পুতুলমণির কানটা ম'লে দিলি
ফ্রক পাজামা জুতো মুজা খাবলা মেরে নিলি!
তোর কারণে খাতা-কলম লুকিয়ে রাখি ফ্রিজে
কেমন তুই ভাল ছেলে জানিস না তুই নিজে?
ভায়ে বোনে ঝগড়া শেষে খাতির জমায় বেশ
ঘরের ভেতর পরির নাচন দারুন পরিবেশ!!
২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ নিন।
২| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!
৩| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৪| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: হেব্বি হইছে।
৫| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পিঠাপিঠি হলে এই খামছি , এই আদর ।
চমৎকার একটি ছড়া !!!