![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তুই কেমন আছিস বল
চুলগুলি যে হঠাৎ করেই সাদা!
কয়টা বছর কেমন করে গেল
এরই মাঝে লাগছে তোকে দাদা।
ঠোঁট দুটি তার উঠল কেঁপে কেঁপে
কথা বলার আগেই শুরু কাঁদা
প্রেম করে যে বিয়ে করেছিলেম
তাতেই আমার জীবন আধা আধা।
বাবা মায়ের বারণ শুনিনি
সবার চেয়ে প্রিয় ছিল রীমা
বিয়ের পরে দেখছি আসল রূপ
কথায় কথায় হচ্ছি রোজই কিমা।
বন্ধু আমার কথাগুলো গোপন করে রাখিস
শুনলে পরে করবে বাড়িছাড়া
বাবা মায়ের কথাগুলি শুনলে পরে আজ
হতামনা ভাই এমন দিশাহারা!
২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা
দারুণ। +
২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৫
মো:সাব্বির হোসাইন বলেছেন: খুব সুন্দর হয়েছে।