![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিসে ছিলাম বসা
উঠল যখন দালান কেঁপে হায়রে কী যে দশা!
মেয়েগুলি চিৎকারে সব এদিক সেদিক পালায়
ছুটোছুটি ভবন জুড়ে প্রতি তালায় তালায়।
কেউ বা ছিল লিফটে এবং কেউবা সিঁড়ি পথে
উল্টাসিধা দেৌড়ে তারা পালায় কোনোমতে।
কলজে জুড়ে পানি ছিল না দেখছি লম্ফ জম্ফ
একটুখানি ঝাকি দিল একটু ভূমিকম্প!!
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য পড়ে আমি খুশিতে আটখানা!!
শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: : ওয়াও,ভাউ ওয়াও।কি করে এত সুন্দর করে লেখেন আপনি???চালিয়ে যান ভাউ।কেউ পুরষ্কার না দিলেও আমি আপনাকে নুপেল দিব।আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখতে থাকলে আগামী ১০বছরে জাতি একটা ব্র্যন্ড নিউ রবীঠাকুর পেয়ে যাবে।আমরা আপনার হাতে নুপেল দেখতে চাই।
