![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাচ তো দেখি পিঠে
যে যা বলে বলুকগে খুব
লাগছে বেজায় মিঠে।
শিশুর পিঠে ছাগলছানা
নাচে ধুপা ধুপ
খলখলিয়ে হাসে শিশু
ছানা বলে চুপ।
এবার যখন শিশুর পালা
বলল ছানা দেৌড়ে পালা
তোমার পিঠে নেচে নেচে
ক্লান্ত আমি খুব।
২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
২| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । মাঝে মধ্যে আমাদের ব্লগে এলে যোগাযোগটা থাকে ভাল । লিখাটি ভাল লাগল এ জন্যই কারণ এতে অনেক কিছুই বুঝার ও ভাবার মত বিষয় আছে ।
শুভেচ্ছা রইল ।
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল আপনি আসল সুরটা ধরতে পেরেছেন।
আসলে সকল লেখাতেই কোনো নো কোনো ম্যাসেজ থাকে।
আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যা বলতে কি বিষয়টা নিয়ে যতই ভাবি ততই আমি লজ্জাবোধ করি। কারণ আমি সহজে কারো ব্লগে যেতে পারি না সময়ের অভাবে। একটু সুযোগ পেলে কিছু একটা লিখে পোষ্ট করি।
আমার উচিৎ অন্য ব্লগে যাওয়া। আমি না যেতে পারার যন্ত্রণা অনুভব করি এবং এ অনিচ্ছাকৃত ব্যর্থতার জন্য মনে মনে ক্ষমা চাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৪
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর ছড়া।
বেশ ভাল লাগল ।