![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্য আকাশ থেকে
নেমে এলো মরচে রঙ্গা চার চারটে ছেলে
ওরা সাগরবুকে ঢেউয়ের উপর বেড়ায় হেসে খেলে।
ওরা ঢেউয়ের ফেনায় হাত ঢুকিয়ে কী জানি কী খায়
ওরা, খুব সাধারণ সরল চোখে এদিক ওদিক চায়
ডাক দিতেই চমকে উঠে লজ্জা ঢেকে হাসে
খাতির করে ধীরে ধীরে দাঁড়াই ওদের পাশে।
প্রশ্নবাণে জর্জরিত জবাব মেলে না
বলল শুধু, কোথায় থাকি খবর পেলে না!
খবর পেয়ে লাভ কী হবে আগুন ওদের গা
ওরা নাকি আগুনপোড়া সূর্যালোকের ছা!!
২| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০০
সামিয়া বলেছেন: দারুন তো
৪| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: সুখপাঠ্য কবিতা খুব ভাল লেগেছে ।
প্রচ্ছদের ছবিটিই বেশ
ব্যতিক্রমী ।
শুভেচ্ছা রইল ।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৮
গোফরান চ.বি বলেছেন: ভালো লাগল।