![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ে তার যতটুকু প্রেম প্রকাশ পেতো খুব অল্প
স্টেটকার্ট ছিল কথাগুলো তার ছিল না গালগল্প।
কত করে তারে বলিতাম আমি, 'বলোনাগো ভালোবাসি'
কথা না বলে ঠোঁটের কিনারে ফুটায়ে তুলেছে হাসি।
রাসভারি সেই প্রেমিকা আমার চলনে বলনে শান্ত
কখনো সে বিচলিত নয় কখনো দেখিনি ক্লান্ত।
আমি যত বলি তার শতভাগ না বলেই জবাব সারে
যতটুকু বলে খুব ভারী ভারী সবটুকু তার অধিকারে।
মাঝে মাঝে তাই মনে হতো খুব বাসে না বুঝি ভালো
রাগ করে করে ফিরে আসিতাম মুখখানি করে কালো।
এমনই অনেক মান অভিমানে চলে আসি হাত নেড়ে
খবর পেলাম প্রমিকা আমার গিয়েছে সকল ছেড়ে!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: উৎসাহিত ও আনন্দিত হলাম। ধন্যবাদ।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: ভালো লেগেছে শুভ কামনা
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন। ভাল থাকবেন।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫২
অপ্রিয় সত্য বলেছেন: মনই অনেক মান অভিমানে চলে আসি হাত নেড়ে
খবর পেলাম প্রমিকা আমার গিয়েছে সকল ছেড়ে!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ?!
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০
প্রথমকথা বলেছেন: রাসভারি সেই প্রেমিকা আমার চলনে বলনে শান্ত
কখনো সে বিচলিত নয় কখনো দেখিনি ক্লান্ত।
আমি যত বলি তার শতভাগ না বলেই জবাব সারে
যতটুকু বলে খুব ভারী ভারী সবটুকু তার অধিকারে।
ভাল লাগল কবি, খুব সুন্দর লিখেছেন।