![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাঁয়ের সবুজ মাঠে, সাঙ্গ দিয়ে পাঠে
পাড়ার কজন দুষ্টু ছেলে করছিল খুব বড়াই
তুই যে এত শক্তি দেখাস তোকে আমরা ডরাই?
কথার পিঠে কথা চলে তপ্ত হলো কড়াই
ধুমধুমাধুম বেধে গেল মস্ত মোরগ লড়াই।
একে ওকে মারছে বেদম ডেং ডেংগা ডেং ডেং
উপুড় হয়ে পড়ে গিয়ে ভাংছে নাক ও ঠ্যাং
পেছন থেকে হঠাৎ কেউ হচ্ছে ভীষণ চড়াই।
খেলা শেষে গেঞ্জি খুলে মুখ মুছে নেয় কেউ
তুই বেশি না আমি বেশি উঠে কথার ঢেউ
এমনই কত ঝগড়া বিবাদ খাতির তোয়াজ শেষে
নরম মাটির সবুজ ঘাসে আনন্দে যায় ভেসে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যিই মজার। ধন্যবাদ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
জনৈক অচম ভুত বলেছেন: সেই দিন এখন অতীত।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: না ভাই এখনও কোথাও না কোথাও আছে। শুভেচ্ছা নিন।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫২
ছায়াহরিণ বলেছেন: চমৎকার একটি পোস্ট! ভালো লাগা জানিয়ে গেলাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি খুশি হলাম। ভাল থাকবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ মজার!!