![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কীরে, খবর পেলাম নন্দীবাবু হুক্কাজলে ছান করেন
সকালবেলা সামনে পেলে যাকে তাকে দান করেন!
ব্যাপারটা কি ব্যাপারটা কি রি রি করে লোক এলো
কিপটে নন্দীর কী হয়েছে মাথাটা তার খুব গেলো!
তথ্য নেয়া খুব ঝামেলা অন্দরে তার খুব কড়া
ফুচকি দিয়ে চৈতা পাগল হাতেনাতে খায় ধরা।
বাইরে থেকে শব্দ পেলাম চারাগাছে শিল পড়ে
চৈতা পাগল দিশেহারা মেয়েলোকের কিল চড়ে।
তারপরে যে কী ঘটেছে শোনার যদি লোক থাকে
শুনিয়ে দেব আচ্ছা করে সময় পেলে এক ফাঁকে।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন। ভাল থাকবেন।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
প্রথমকথা বলেছেন: চমৎকার
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: Thanks a lot.
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩
এস. এম. কামরুল আহসান বলেছেন: চমৎকার বর্ণনা ও রম্য ছড়া। অসাধারণ ছড়ার জন্য ধন্যবাদ কবিকে।