![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইকে বসে সেলফি তুলে
কাৎ হয়ে যায় পড়ে
আশপাশের লোকজনেরা
তুলল তাকে ধরে।
ব্যাপারটা কি পড়ে গেলেন
চোট পেয়েছেন বুঝি?
সেলফি তোলার ব্যারাম আছে
ঘটছে এমন রোজই।
দাঁড়ান দাঁড়ান যাবেন না কেউ
সেলফি তুলে রাখি
কিলিক কিলিক সেলফি তুলে
জুড়ায় যখন আঁখি।
মোচড় দিয়ে উঠেই বলে
যাব অনেক দূরে
হা হা হা কাণ্ড একি
বাইক নিয়েছে চোরে!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ রইল। ভাল থাকবেন।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯
ছদ্দবেশি লৌকিক বলেছেন: হা হা হা দারুন
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: সেলফি তুলে পড়ে গেল তাও বলেন দারুন?
আপনি বোধ হয় আমগো বাড়ির ছদ্মবেশী হারুণ!
শুভেচ্ছা নিন।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
দেবজ্যোতিকাজল বলেছেন: মজাপেলাম বটে
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমিও!
ধন্যবাদ নিন।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০১
সুমন কর বলেছেন: মজার কিন্তু সত্য।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ মি. সুমন।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২
ধ্রুবক আলো বলেছেন: হা হা হা... মজা পেলাম অনেক,, অভিনন্দন রইলো
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
মো:সাব্বির হোসাইন বলেছেন: বাহ! খুব সুন্দর।